Breaking News
Loading...
Saturday, May 14, 2016

Info Post
২০১১ সালে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ফাব্রেগাস। সেখান থেকে চেলসিতে যোগ দেওয়ার আগে কাতালান ক্লাবটির হয়ে তিন বছরে বেশ কয়েকটি শিরোপা জেতেন স্পেনের এই মিডফিল্ডার।

স্ট্যামফোর্ড ব্রিজে নিজের প্রথম মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ আর লিগ কাপ শিরোপা জিতলেও চলতি মৌসুমটা একদমই ভালো কাটেনি ফাব্রেগাসের। ৩৭ রাউন্ড শেষে ৪৯ পয়েন্ট নিয়ে লিগে নবম স্থানে আছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়া চেলসি। 

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে ফাব্রেগাস বলেন, “এমনকি আমি চাইলেও বার্সেলোনায় ফেরা আর সম্ভব হবে না। আমার ক্যারিয়ারের বার্সেলোনা অধ্যায় শেষ। এটা বন্ধ হয়ে গেছে।”

চলতি মৌসুমে চেলসির ব্যর্থতা নিয়ে ফাব্রেগাস বলেন, “এটা ছিল খুব অনিয়মিত একটা মৌসুম, যেখানে আমরা স্বস্তিতে ছিলাম না। যাই হোক, আমরা উন্নতি করেছি এবং ১২টি লিগ ম্যাচে অপরাজিত ছিলাম। আর প্রমাণ করেছি, আমাদের হারানো কঠিন ছিল। যাই ঘটুক এটা খুব হতাশাজনক একটি মৌসুম।”
Next
This is the most recent post.
Previous
This is the last post.

0 comments:

Post a Comment